চট্টগ্রামের হালিশহর এলাকায় বাড়ির দরজার গেট কেটে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় নৌবাহিনীর টহল দলের হাতে আটক হয়েছে দুই চোর। সোমবার (১৪ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি চুরি হওয়া মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
নৌবাহিনীর সূত্রে জানা যায়, প্রতিদিনের নিয়মিত টহল পরিচালনার সময় আনুমানিক রাত ৩টা ৫০ মিনিটে বন্দর থানাধীন বন্দর ২ নম্বর গেটের অপরপাশে ফকিরহাট জামে মসজিদের কাছে সন্দেহজনকভাবে দুটি মোটরসাইকেলে করে পালানোর সময় দুই ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে তল্লাশি চালানো হলে চুরি হওয়া মোটরসাইকেলের বিষয়টি নিশ্চিত হয় টহল দল। পরে সকাল ৫টা নাগাদ চোর চক্রের দুই সদস্য ও চুরি হওয়া মোটরসাইকেলটি বন্দর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন— বাগেরহাটের মংলার হলদি মুনিয়ার মো. সোহাগ (৩৩) ও বাগেরহাটের মংলা আবাসিকের মো. ইব্রাহিম (২৬)।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, নৌবাহিনীর সময়োচিত উদ্যোগ এবং তৎপরতায় চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং দুইজন চোরকে আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।