পিকআপের চাপায় ফটিকছড়ির যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৯:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পিকআপ ভ্যানের চাপায় আরিফুল ইসলাম বাবলু (২৫) নামে ফটিকছড়ির এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের দিন এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম বাবলু উপজেলার দাঁতমারা ইউপির ৯ নং ওয়ার্ডের মমতাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, পিকআপ ভ্যানের চাপায় আরিফুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা কামরুল সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ২৮
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সিআরবিতে বস্তিতে আগুন, পুড়ে গেছে ৩০টি ঘর