আনোয়ারা পিএবি সড়কে সিএনজি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। নিহত সিএনজি চালক সালাউদ্দিন (অদু মিয়া) বরুমচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের থানাদার বাড়ি বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, পিএবি সড়কে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর শুনেছি৷ তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।