বিজ্ঞান মহলের আলোকবর্তিকা ছিলেন প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম

আলোচনা সভায় মু. সিকান্দার খান

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

অর্থনীতিবিদ প্রফেসর মু. সিকান্দার খান বলেছেন,অনন্য মেধা ও অসাধারণ পান্ডিত্যের কারণে প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম হয়ে উঠেছিলেন ছোট দেশের বড় বিজ্ঞানী। বিনয়, নীতি, মূল্যবোধ সর্বোপরি সৃষ্টি এবং কর্মের মধ্যেই বেঁচে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। গাণিতিক পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যার খ্যাতিমান এই বিজ্ঞানী সমগ্র বিশ্বের বিজ্ঞান মহলে আলোকবর্তিকা ।

তিনি আলোকিত জাতিসুশীল সমাজ বাস্তবায়ন পর্ষদের (আজসুবাপ) উদ্যোগে বিশ্বনন্দিত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের ১২ তম মৃত্যুবার্ষিকী এবং মহান স্বাধীনতা পদক ২০২৫ অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংগঠনের সভাপতি এস এম সিরাজুদ্দৌলার সভাপতিত্বে নাসিরাবাদস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী গোলাপ রহমান। সোহেল মো. ফখরুদদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন, জেসমিন সুলতানা পারু, প্রাক্তন এডিশনাল এসপি মোহাম্মদ ফরিদ, রাশেদুল ইসলাম তালুকদার, একরাম হোসেন, মহসীন চৌধুরী, চৌধুরী কে এন এম রিয়াদ, নেছার আহমেদ খান, মোহাম্মদ জিয়াউল হক খোন্দকার, ওবাইদুর রহমান, অ্যাড. এস এম ইমরান খান, এস এম আব্দুল্লাহ আল কাইয়ুম, আব্দুল বাতেন, মো. ফারুক হোসেন, হানিফ মান্নান, মহিউদ্দিন কাদের, শেখ আব্দুল্লাহ ইয়াছিন, মুহাম্মদ নুর রাইহান চৌধুরী, লিও আবিরুল হক, আহমেদ মানছুর উল্লাহ, ইব্রাহিম নূর, শাহাবুদ্দিন মুসা, আব্দুল্লাহ আল হাছান, অপু বড়ুয়া, মিফতাহুল ইসলাম রাহাত, হোসনে আরা আক্তার, তানিয়া আক্তার, নোমান উল্লাহ বাহার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সমপ্রসারণে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআশরাফ উদ্দিন সিকদার বরুমচড়া শহীদ বশরুজ্জমান বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত