জামায়াতে ইসলামী আলকরণ ওয়ার্ড শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের এক সমাবেশ ওয়ার্ড আমীর হাফেজ আজগর হাসানের সভাপতিত্বে স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত গণসংযোগ পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। বক্তব্য রাখেন আমীর জামাল আহমদ, মুহাম্মদ মঈনুদ্দিন, সরওয়ার কামাল, জাহেরুল ইমান, মুহাম্মদ সেলিম, আব্দুস শাকুর প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ইসলামের দাওয়াত দুনিয়ার সর্বশেষ আগত মুসলমানের প্রতি পৌঁছে দিতে হবে। গণসংযোগ পক্ষ চলাকালে প্রান্তিক জণগোষ্ঠী ও বস্তিবাসীসহ সকল শ্রমিকদের নিকট ইসলামের দাওয়াত তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে কোতোয়ালী থানা তিনপুল জামে মসজিদ মোড় থেকে চৈতন্যগলি, রিয়াজ উদ্দিন বাজারস্থ কাঁচা বাজারে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক গণসংযোগ ও সংগঠনের বই বিতরণ, পরিচিতি বিতরণ এবং সহযোগী সদস্য ফরম পূরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।