বৈশাখী রঙ লেগে

জায়তুননেসা জেবু | সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

এলো এলো বৈশাখ

চারদিক কাঁপিয়ে

ঝরে পড়া আম নিতে

কারা পড়ে ঝাঁপিয়ে?

 

থামো থামো এক্ষুনি

যেও নাকো বাইরে

ঘর থেকে বের হবে

উপায়তো নাইরে!

 

ঝড় জল তাণ্ডব

বৈশাখী কৃষ্টি

জানালার ফাঁক দিয়ে

দাও দূরে দৃষ্টি।

 

প্রচণ্ড ঝড় নিয়ে

এলো নববর্ষ

বৈশাখী রঙ লেগে

প্রাণে জাগে হর্ষ।

পূর্ববর্তী নিবন্ধপহেলা বৈশাখ
পরবর্তী নিবন্ধসুখ, শান্তি ও সমৃদ্ধির নববর্ষ