ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্ট প্রতিকৃতি’ আগুনে পুড়ে গেছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি আয়োজকরা।
শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিনে দেখা যায়, আগুনে ফ্যাসিবাদের প্রতিকৃতি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা প্রতিকৃতিটির আংশিক পুড়ে গেছে।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা ধারণা করছি পৌনে ৫টা থেকে ৫ মিনিটের মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
দীর্ঘ পরিশ্রমে তৈরি প্রতিকৃতি পুড়ে যাওয়ায় শোভাযাত্রার প্রস্তুতিতে অস্বস্তি তৈরি হয়েছে, তবে আয়োজন থেমে থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।