নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস–চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, জনগণ দীর্ঘদিন ভোটের অধিকার হারিয়েছে। তাই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ৫ তারিখের বিপ্লব অর্জিত হয়েছে। এ বিপ্লবকে প্রশ্নবিদ্ধ না করে, অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি গতকাল রাউজান পশ্চিম গহিরার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম চৌধুরীর কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য নির্বাচন আয়োজন করতে হবে। তিনি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে জনসাধারণের সাথে আলোচনা করেন এবং রাউজানের শান্তিশৃঙ্খাল বাজায় রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, মো. হেলাল উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সোহেল, বিএনপি নেতা হাকিম, রাউজান ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন, পৌরসভা বিএনপি নেতা রহিম চৌধুরী, সাবেক কাউন্সিলর আশেক রসুল রোকন, মো. রাসেল, ছোটন আজম, জুয়েল চৌধুরী, মোহাম্মদ এম এ আজিজ, মোহাম্মদ আলী, মোহাম্মদ সুজন, মোহাম্মদ বাহাদুর, মো. রাসেল, আবু সাহেদ, সালাউদ্দিন, হাসান উদ্দিন রুমেন।