বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মহানগরীর নায়েবে আমীর নজরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর জনশক্তিদের মুল পরিচয় হচ্ছে দায়ী ইলাল্লাহ। এটা কোরআনের নির্দেশ। দায়ীর দায়িত্ব হচ্ছে দিনে রাতে সবসময় দাওয়াতী মেজাজে টিকে থাকতে হবে। তাই সময়কে কাজে লাগিয়ে দাওয়াতের কাজ বাড়িয়ে দিতে হবে। গত ১০ এপ্রিল পাঁচলাইশ থানা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।
থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. আবু নাসের। নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী বলেন, লক্ষ্মণ সেনের মত যারা পালিয়ে যায় তারা কখনও এই দেশের মূলধারা হতে পারে না। আমাদের উপর তাদের জোর করে চাপিয়ে দেয়া হয়েছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ৮নং শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আমীর কাজী আব্বাস আলী, থানা কর্মপরিষদ সদস্য শফিউল আজিম মন্টি, ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, আব্দুল মালেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।