অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতিতে অ্যাসোসিয়েশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যান্ড চাইল্ড রাইটস (এওয়াক)-এর প্রকল্প কার্যালয়ে “নিউরোডাইভারসিটির অগ্রগতি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জন” শীর্ষক বিশেষ আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা বুধবার (৯ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যান্ড চাইল্ড রাইটস (এওয়াক) এর আয়োজনে লিলিয়ানে ফন্ডস এর অর্থায়নে এবং সহায়তা প্রদান করে সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। বিশেষ অতিথি ছিলেন এওয়াকের প্রধান নির্বাহী শফিউল আজম সিরাজী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জগলুল হুদা, এমএপিআইএনসিবিআর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এ.কে নিজামুল হক এবং প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। এতে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, বিশেষ শিশুদের অভিভাবক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা শেষে নিউরোডাইভার্স শিশুদের অংশগ্রহণে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার বহিঃপ্রকাশ ঘটায়, যা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সমাজে অটিজমসহ বিভিন্ন নিউরোডাইভার্স শিশু ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তাদের অন্তর্ভুক্তি অপরিহার্য। তারা আরও বলেন, শিশুদের সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে প্রতিবন্ধীর সুরক্ষা আইন ২০১৩ আলোকে সমাজসেবা অধিদপ্তর ও এওয়াক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাসের সাথে টেক্সির মুখোমুখি সংঘর্ষে আহত ৫
পরবর্তী নিবন্ধশান্তিনিকেতন উদয়ন মন্দিরের ৫০তম বর্ষপূর্তি উদযাপন