শামুক কুড়াতে গিয়ে ডুবে মারা গেল এক কিশোরী ও এক তরুণী

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে এক কিশোরী ও এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ার নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুইজন হল রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪)। মৃত পিয়াসি চাকমা স্থানীয় বিদেশী চাকমা এবং রিয়া চাকমা রূপায়ন চাকমার মেয়ে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, সকাল ১১টার দিকে ভাইবোন ছড়ার পাশে চেঙ্গী নদীর পাড়ে পাঁচ বন্ধু শামুক কুড়াতে যায়। এসময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করতে পিয়াসি চাকমা এসময় নদীতে ঝাঁপ দেয়। নদীর গভীরতা বেশি থাকায় দুইজনই তলিয়ে যায়। এসময় সাথে থাকা অন্য তিনজন স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে একঘণ্টা পর দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধতাবিজ করার অভিযোগে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন
পরবর্তী নিবন্ধচীন থেকে ব্যাটারি আসার অপেক্ষা