মৌসুমের প্রথম বৃষ্টি, নগরে স্বস্তি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন নগরবাসী। গতকাল সকালে নগরের বিভিন্ন স্থানে এ বৃষ্টি হয়েছে। এদিন বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে।

গতকাল নগরে বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। কমেছে গরম অনুভূতিও। তবে জেলার সন্দ্বীপ উপজেলায় এদিন দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ মিলিমিটার তাপমাত্রা রেকর্ড হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আজাদীকে জানান, আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের দুইএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচীন থেকে ব্যাটারি আসার অপেক্ষা
পরবর্তী নিবন্ধসিইউএফএলে আবারও উৎপাদন বন্ধ