স্বামীসহ দীপু মনি ও কামরুল ইসলামের ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

| শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:৩০ অপরাহ্ণ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও তার স্বামীর ৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধে আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছে। খবর বিডিনিউজের।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর মধ্যে কামরুল ইসলামের ২৩ হিসাবে ২ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৮৩ টাকা, দীপু মনির ১৮টি হিসাবে ৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৮৫৬ টাকা ও তাওফিক নেওয়াজের চারটি হিসাবে ৫ লাখ ৮৭ হাজার ৫৩৫ টাকা থাকার তথ্য পেয়েছে দুদক। কামরুল ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে বলা হয়, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার চেষ্টা চলছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে সেগুলো অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা অবরুদ্ধের আদেশ দেয় একই আদালত।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের কোক স্টুডিওর শিল্পী আইমা আসছেন ঢাকায়
পরবর্তী নিবন্ধস্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের ঈদ পুনর্মিলনী