বাঁশখালীতে পেকুয়ার ৩ সিএনজি চোর আটক

বাঁশখালী প্রতিনিধি  | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:৩৭ অপরাহ্ণ

বাঁশখালীতে পেকুয়ার ৩ সিএনজি অটোরিকসা চোরকে পুলিশের হাতে তুলে দিলেন জনতা।

বিষয়টি নিশ্চিত করেন থানার রামদাশ মুন্সিহাঁট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী। স্থানীয় জনগণ ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার গভীর রাতে কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম এলাকায় চোরাই সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ চোরকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন জনতা। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ড্রাইভার মো.শাহাদত হোসেন (২৫), শাহাদত হোসেন প্রকাশ ছৈয়দ (১৯) ও মো. একরাম প্রকাশ নাহিদ হোসেন (২১)। বুধবার গভীর রাতে কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ির উঠানে রাখা ইউসুফের সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ চোরকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। এ সময় চোরদের থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়। থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ বলেন, সিএনজি চুরির সাথে জড়িত পেকুয়া এলাকার ৩জন চোরকে আটক করা হলে তারা চুরির বিষয়টি স্বীকার করেন। গতকাল বৃহস্পতিবার তাদের কে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, বাঁশখালীর বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত সিএনজি অটোরিকসা, মোটরসাইকেল, ও ব্যাটারি চালিত রিকসা চুরির ঘটনা সংঘঠিত হলেও তাদের কোন হদিস পাওয়া যায় না। চুরিকৃত অধিকাংশ সিএনজি অটোরিকসা, মোটরসাইকেল, ও ব্যাটারি চালিত রিকসা বাঁশখালীর দক্ষিণ সীমান্ত এলাকা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলাসহ টেকনাফ চকরিয়া এলাকায় নিয়ে গিয়ে বিক্রির অভিযোগ দীর্ঘ দিনের হলে চোরদের আটক করতে না পারায় চুরিকৃত মালামালগুলো উদ্ধার করা সম্ভব হয় না বলে ভুক্তভোগীদের অভিযোগ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি কলেজের ইংলিশ এলামনাই গঠিত
পরবর্তী নিবন্ধচকরিয়ায় অগ্নিদুর্গত ৯ পরিবারের পাশে কোস্ট ফাউন্ডেশন