চন্দনাইশে কলেজ শিক্ষার্থী আরজুকে হত্যাকারী নাজিম রামুতে গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশের চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া প্রকাশ আরজু আকতার (১৯) কে হত্যাকারী নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল জানান, চন্দনাইশের আলোচিত ঘটনায় একমাত্র অভিযুক্ত নাজিম উদ্দীনকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আজ শুক্রবার বাদে জুমা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৮ এপ্রিল (বুধবার) চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া এলাকায় পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী তামান্না হামিদ ইয়া প্রকাশ আরজু আক্তারকে ধর্ষণ চেষ্টার পর শ্বাসরোধে হত্যা করে পাষন্ড নাজিম উদ্দীন।

নাজিম সম্পর্কে আরজুর মামা। ঘটনাটি দেখে ফেলায় আরজুর বৃদ্ধ নানা-নানিকেও কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্টা চালায়। আহতরা হলো নানা-নানি হলেন আব্দুল হাকিম (৭০) ও ফরিদা বেগম (৬০)। তারা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় নিহতের পিতা আনোয়ার হোসেন বাদি হয়ে নাজিম উদ্দীনকে আসামী করেচন্দনাইশ থানায় হত্যা ও ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ১২৫% নয়, চীনের পণ্যে মোট শুল্ক ১৪৫%: হোয়াইট হাউজ আলোচনার জন্য দরজা খোলা, ব্ল্যাকমেইল করে লাভ নেই : বেইজিং