অপেশাদার ৮৬৭ আইনজীবীর সদস্যপদ স্থগিত ও ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এডহক কমিটির সভায় সিদ্ধান্ত

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

অপেশাদার ৮৬৭ জন আইনজীবীর সদস্যপদ স্থগিত ও ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিল করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। গতকাল সমিতির এডহক কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সমিতি সূত্র জানায়, সমিতির পক্ষ থেকে ৯ (), (), এবং ৯ () ধারা অনুযায়ী ডিফল্টার সদস্য, দীর্ঘদিন চেম্বারের বিদ্যুৎ বিল ও ভাড়া পরিশোধ না করা, বিভিন্ন চৌকিবারে মূল সদস্যপদ থাকা সত্ত্বেও সমিতির সদস্যপদ নিয়ে চেম্বার বরাদ্দ ও এমবি ফান্ডের সুযাগসুবধা গ্রহণ করাসহ নানা কারণে ৮৬৭ জনের এ সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাছাড়া ৯ (), (), এবং ৯ () ধারায় অপেশাদারদের ১৭টি, চেম্বারের বিদ্যুৎ বিল, ভাড়া পরিশোধ না করায় ১৬টি, সমিতির চাঁদা পরিশোধ না করায় ২৩টি, চৌকিবারে সদস্যপদ রেখে সমিতিতেও সদস্য হয়ে চেম্বার বরাদ্দ ও এমবি ফান্ডের সুবিধা গ্রহণের কারণে ২৭টিসহ মোট ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহবায়ক এ কে এম মকবুল কাদের চৌধুরী বলেন, দায়িত্ব নিয়ে আমরা প্রথমেই অপেশাদার আইনজীবীদেরকে চিহ্নিত করে তাদের সদস্য পদ স্থগিতসহ বরাদ্দকৃত চেম্বার বাতিলের ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে অপেশাদার ৮৬৭ জন আইনজীবীর সদস্যপদ স্থগিত ও ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিলের বিষয়টি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাকরি করে অভাবের সংসারে সহযোগিতার ইচ্ছা ছিল আরজুর
পরবর্তী নিবন্ধ২১ পদে মনোনয়ন নিল বিএনপি জামায়াতপন্থী ঐক্য পরিষদ