বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড

নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার পর্ব

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ ছিল বাংলাদেশ নারী দলের। কিন্তু সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচ জিততে পারলেই আর বাছাই পর্ব খেলতে হতোনা। কিন্তু সেটা পারেনি নিগার সোলতানারা। ফলে পাকিস্তানের মাটিতে বাছাই পর্ব খেলতে হচ্ছে। গতকাল থেকে শুরু হওয়া বাছাই পর্বের দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী দল। আর এই ম্যাচে নিগার সোলাতানদের প্রতিপক্ষ থাইল্যান্ড নারী দল। প্রতিপক্ষ হিসেবে থাই নারীরা মোটেও কঠিন হওয়ার কথা নয় বাংলাদেশের নারীদের জন্য। কারণ সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের নারীদের সামনে দশবার পড়েছিল থাই নারীরা। দশবারই জিতেছে বাংলার নারীরা। কখনো প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি থাইল্যান্ড নারী দল। তাই আশা করা যায় এই ম্যাচে জয় দিয়ে বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ দল। অবশ্য পাকিস্তানের যাওয়ার পর দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। আর দুটিতেই পেয়েছে সহজ জয়। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল নিগার সুলতানার দল। আর গত মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্বাগতিক পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশের নারীরা।

দুটি প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশ দলের ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মেয়েরা ২৫১ রান করলেও তা ৮.৩ ওভার হাতে রেখে টপকে যায় বাংলাদেশ দল। আর দ্বিতীয় ম্যাচে নিজেরা প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৭৬ রান করেছিল। আর স্বাগতিকদের ১০৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। তাই বলা যায় বেশ ভাল প্রস্তুতি নিয়েই আজ মাঠে নামছে নিগারফারাজানা হকরা। দ্বিতীয় ম্যাচে এ দুজনই হাফ সেঞ্চুরি করেছে। আর প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন সোবহানা মোস্তারী। দুই ম্যাচেই ভাল বোলিং করেন মারুফা, রিতু মনিরা। তবে বাছাই পর্ব বলেই কিনা বেশ সতর্ক রয়েছে বাংলাদেশ দল। নিজেদের প্রস্তুতিতে খুশি হলেও প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ দল। তাইতো মাঠে নিজেদের সেরাটা দিতেই প্রস্তুত বাংলাদেশ দল। এই ম্যাচের পর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং সবশেষ ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এই বাছাই পর্ব থেকে আগামী নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জণ্য দুটি দল অংশ নেওয়ার সুযোগ পাবে। তাই এখানে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ন। প্রতিটা দলই চাইবে নিজেদের জয়ের রাস্তা সচল রাখতে। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে বাংলাদেশ এবং থাইল্যান্ড নারী দলের ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্টেডিয়াম পরিদর্শনে বাফুফে কর্তারা হামজার অভিষেক ম্যাচ এখানেই করতে চায়
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নিজ অর্থায়নে সড়কের সংস্কার কাজ