চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের বিষয় উল্লেখ করতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবেগাপ্লুত হয়ে পড়েন। খাদ্যের অভাবে ১৫ লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল বলে জানান তিনি। গতকাল বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে চুয়াত্তরের দুর্ভিক্ষের কখা উল্লেখ করেন প্রফেসর ইউনূস।

দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ওই সময় প্রায় ১৫ লাখ মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেন’। এ কথা বলার পর প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে কিছু সময় নীরব হয়ে যান। এক পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। এ সময় তার চোখে পানি চলে আসে। উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘স্যরি’। খবর বাংলানিউজের।

প্রফেসর ইউনূস বলেন, ক্ষুধায় মানুষ মারা গেছে। আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল। তখন স্বাধীন বাংলাদেশ ছিল। প্রধান উপদেষ্টা আরও বলেন, তবে ১৯৭৪ সাল থেকে এই স্বল্প সময়ের যাত্রায় আমরা এক অভূতপূর্ব অবস্থানে চলে এসেছি। বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আমাদের এই অগ্রযাত্রায় সামিল হন। অধ্যাপক ইউনূস ক্ষুদ্রঋণের মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নের কথাও বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন ১৭ এপ্রিল
পরবর্তী নিবন্ধবিচার হওয়া পর্যন্ত আ. লীগের রাজনীতি স্থগিত চায় হেফাজত-এনসিপি