এসএসসি : নকল করলে প্রশ্নফাঁসে জড়ালে শাস্তি, সতর্ক করল বোর্ড

| বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা নকল বা অসদুপায় অবলম্বন করলে এবং প্রশ্নফাঁসের ঘটনায় বা গুজব ছড়ানোতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ডগুলো মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’, ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬’ এবং ‘এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কমিটি জানিয়েছে। আর ‘সুষ্ঠু ও নকলমুক্ত’ পরিবেশে পরীক্ষা আয়োজনে সব নাগরিকের সহযোগিতা চাওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। খবর বিডিনিউজের।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির গতকাল মঙ্গলবার রাতে বলেন, পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব বা ঘটনা ও নকল বা অসদুপায় অবলম্বনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওই আইনগুলো ও বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ছুটি কাটিয়ে চবি খুলছে আজ
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষক নিয়োগে থাকছে না নারী ও পোষ্য কোটা