পটিয়ায় সূর্যতরুণ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে শক্তিশালী মনসা তরুণ সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ফকির পাড়া স্পোর্টিং ক্লাবকে ৫৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করতে নেমে মনসা তরুণ সংঘ ৭ ইউকেট হারিয়ে ১২৭ রানের স্কোর গড়ে। জবাবে ব্যাট করতে ফকির পাড়া স্পোর্টিং ক্লাব ৭২ রানে সব উইকেট হারায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনসা তরুণ সংঘের খেলোয়াড় সবুজ।
সোমবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য মিশকাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সাংবাদিক শফিউল আজম,পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম, পটিয়া মোহামেডান স্পোটিং ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাবিবুর রহমান, শাহ আমির স্পোর্টিং ক্লাবের সভাপতি দিদারুল আলম, ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেন, ফকির পাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রবিউল হাসান শাকিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধারাভাষ্যকার সাইমন কামাল শিহাব ও আবু হোসাইন।