হিংসে অনুভূতির রক্তক্ষরণ

নাজনীন লাকী | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

আমার হিংসে হয়। ওর হিংসে লাগে এমন কথা প্রায় চলে। হিংসে ব্যাপারটা সহজাত প্রবৃত্তি। এরপরও এটি শোভনীয় বিষয় নয়। এটা থেকে বের হওয়া কোনো ব্যাপারই না। নিজেরের উপর আস্থা ও আত্মবিশ্বাসের অভাব থাকলেই এটা হয়ে থাকে। আমার মতে, যাদের পাওয়ার লোভ বেশি, যারা শুধু পেতে ভালোবাসে দিতে নয় তাদের হিংসে হয় বা হিংসে আসে।

ভোগে নয় ত্যাগেই সুখ। ভালোবাসা পাওয়াতে নয় নেভানোতে মহত্ত্ব। যারা ভালোবাসা নিভাতে পারে কিংবা ত্যাগ স্বীকার করতে পারে তাদের হিংসে থাকতেই পারে না। ভালোবাসা বা পছন্দের মানুষের ভালো লাগাকে যখন মূল্যায়ন করতে শিখে নিবে, কিংবা তার জন্য যখন ত্যাগ স্বীকার করতে পারবে তখন আর হিংসা থাকার কথা না। অনেকে ভালোবাসাকে মূল্যায়ন করে এভাবে যে আমি ওকে ভালোবাসি, তাই ওকে অন্য কেউ ভালোবাসলে আমার রাগ লাগে অথবা জ্বালা ধরানোর জন্য অনেকেই অন্যকে বেশি দিচ্ছে বা মূল্যায়ন করছে। এটা করে বুঝায় যে ওর হিংসে হোক আমার ভালোবাসার জন্য। কিন্তু আসলে মোটেও তাই হয় না। কাছের জনদের সাথে এ নিয়ে তর্ক করলে জানা যায়, তর্ক হয় আর বলে তাহলে তোমার ভালোবাসা সত্যি নয়। যদি তোমার হিংসে না হয়। আসলে আমার হিংসে হয় না। যাকে ভালোবাসতাম তার সাথে এখন অন্য কেউ এটা আমাকে হিংসাত করে না। কাছের বন্ধুদের উত্থান আর আমাকে অবহেলা করলেও যার জন্য অবহেলা করে তাতেও আমার হিংসা হয় না। বরং মনে হয় ও নিশ্চয় এতে ভালো অনুভব করে। আমার ভালো লাগা সত্যি হয় থাকবে। যাক না বছর ১০ বছর কিংবা ২০ বছর সময়। কিংবা ২০ বছর পরেও তা আমারি থাকবে। সত্যিকারের ভালোবাসা ভাটা পড়লেও আবার ফিরে আসবে। হিংসে করে কোনো লাভ নেই বরং নিজের অনুভূতির রক্তক্ষরণ হতে থাকে। আমার যেটা মনে হয় এটা যদি আমার হতো? আমি পারতাম, পেতাম। হিংসে করে কোনো লাভ নেই। বরং অনুভূতির রক্তক্ষরণ হতে থাকে। হিংসা মানুষকে পিছিয়ে দেয়। সম্পর্ক নষ্ট করে। হতাশা বিষণ্নতায় নিয়ে যায়। ভালো চিন্তা সুস্থ মানসিকতা জীবনের ছন্দ আনন্দ।

পূর্ববর্তী নিবন্ধহতাশায় নিমজ্জিত অবনী
পরবর্তী নিবন্ধনতুনভাবে জেগে ওঠা …