যুবককে অপহরণ, পাহাড়তলীতে চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

মো. বেলাল মিয়া নামে এক যুবককে অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। ধৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৮), মো. বেলাল (৪৭) ও নূর মোহাম্মদ রাসেল (৩৩)। গত সোমবার বিকেলে সরাইপাড়া পশ্চিম নাছিরাবাদ পদ্ম পুকুর বাই লেন সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ফোল্ডেবল বাটন, লোহার রড এবং অপহরণকৃত বেলালের কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক উদ্ধার করা হয়।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অলংকার মোড় থেকে অপহরচক্রের সদস্যরা মো. বেলাল মিয়াকে অপহরণ করে সালামত সুফিয়া ম্যানশনের ৪র্থ তলার একটি বাসায় নিয়ে যায়। সারারাত মুক্তিপণ আদায়ের জন্য তাকে আটকে রেখে মারধর করে। পরে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও চেক আদায় করে। পরে বিষয়টি থানায় লিখিত অভিযোগ দিলে ওই বাসা থেকে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউত্তেজনাকর বক্তব্য ভারত থেকেও এসেছে
পরবর্তী নিবন্ধবান্দরবানে বিএনপি অফিস ভাঙচুর