ডিসি হিলে বর্ষবরণ, সিদ্ধান্ত দুদিনের মধ্যে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

নগরীর ডিসি হিলে এবার বাংলা বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠান হবে কিনা তা এখনো নিশ্চিত হয়নি। ৪৭ বছর ধরে হওয়া ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান আয়োজন বিষয়ে গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদন ‘পজিটিভ’ নয় বলে এখনো অনুমতি মেলেনি। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বর্ষবিদায় ও বরণ উৎসব হচ্ছে কিনা তা স্পষ্ট হয়নি। তবে আগামী দুদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবেএমনটা জেলা প্রশাসন থেকে জানানো হয়। গত ১৩ ফেব্রুয়ারি সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানায় জেলা প্রশাসক বরাবর।

গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কামরুজ্জামান, শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ, উদযাপন পরিষদের আহ্বায়ক অলক ঘোষ, সমন্বয়ক সুচরিত দাশ, সদস্যসচিব মো. আলী প্রমুখ।

আয়োজকরা জানান, জেলা প্রশাসনের এমন মনোভাবের পর তারা দুদিনের অনুষ্ঠানের স্থলে একদিন করার বিষয়টি জানান। এছাড়া সকাল থেকে বিকাল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ করার অঙ্গীকার করেন। এরপর জেলা প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিবেদন যাচাই করে দুয়েকদিনের মধ্যে অনুমতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান আজাদীকে বলেন, ডিসি হিলে বাংলা বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠান হবে কিনা তা গোয়েন্দা সংস্থার রিপোর্টের ওপর নির্ভর করছে। আগামী ২ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রামের ২০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সব কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, ব্যাপক প্রস্তুতি