গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে আয়োজিত মিছিল থেকে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিষয়টি প্রকাশ করে পুলিশ।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় ৬০০–৭০০ জনের একটি প্রতিবাদ মিছিল জামালখান মোড় থেকে চট্টগ্রাম কলেজ রোড হয়ে শান্তিপূর্ণভাবে আসছিল। মিছিল থেকে চকবাজার প্যারেড কর্নারের বিপরীতে এলান রেস্টুরেন্ট নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্লাস ও রেস্টুরেন্টের শোকেজে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করা হয়। পরে চকবাজার থানার গুলজার মোড়ে উপস্থিত হলে অংশগ্রহণকারীদের বৃহদাংশ মিছিলটি সমাপ্ত ঘোষণা করলেও ৮০/১০০ জনের খন্ডিত অংশ দুষ্কৃতিকারীরা গুলজার মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করার অপচেষ্টা করে। তখন চকবাজার থানা পুলিশ মিছিলে অংশগ্রহণকারী একটি বড় অংশের সহযোগিতায় এসব কর্মকাণ্ড প্রতিহত করতে দুষ্কৃতিকারীদের ধাওয়া করে। তখন দুষ্কৃতিকারীরা দৌড়ে চট্টেশ্বরী রোডস্থ সিজিএস মোড়ের দিকে গিয়ে সিটি সেন্টারের ফুডস কর্নারের পেপসি, কোকাকোলা রাস্তার উপর আচড়ে ফেলে ভাংচুর করে। এ সময় ওই কিশোরকে পুলিশি হেফাজতে নেয়া হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক কিশোর স্বীকার করে সে ও অজ্ঞাতনামা পলাতক আসামিরা ঘটনা ঘটিয়েছে।