জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে কয়েকজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেয়। আগামী ১৬ এপ্রিল তাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। খবর বিডিনিউজের।
এদিকে ফজলে করিমের জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। আগামী ২০ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ঠিক করেছে আদালত। এদিন সকাল ১০টায় দুই আসামি ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে ট্রাইব্যুনালে আনা হয়, কাঠগড়ায় আনা হয় বেলা ১২টায়।
শুনানিতে প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, ফিরোজ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। জুলাই গণঅভ্যুত্থানের সময় সে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করেছে। ছাত্র–জনতার উপর গুলিবর্ষণ করেছে এই ফিরোজ।
তিনি বলেন, চট্টগ্রামে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তা সংঘটন করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা। ফিরোজকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন তিনি। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।