বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে চট্টগ্রামের সাকিব

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ১০:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বাংলাদেশে চারদিন ব্যাপি শুরু হওয়া বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের হয়ে এ দেশে এসেছেন চট্টগ্রামের সন্তান রবিউল চৌধুরী সাকিব।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালের দিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের হয়ে চট্টগ্রামে আসা রবিউল চৌধুরী সাকিবের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদক কে জানান, কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড) আমরা সোমবার পরিদর্শন করে পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি। এখানে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। চারদিনের এ সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ হউক।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চার দিনব্যাপী শুরু হওয়া (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলন-২০২৫ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন। ফলে এ সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি বলেন, এবারের বিনিয়োগ সম্মেলন শেষ হওয়ার পর অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিশ্রুতিসহ তালিকা তৈরি করা সম্ভব হবে। সে তালিকা অনুযায়ী আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ ও প্রতিশ্রুত সুযোগ-সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ করানো সম্ভব হবে।

এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, এই সম্মেলনে ৪০টির বেশি দেশের সাড়ে ৫০০ বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর মধ্যে বড় অংশই চীনের বিনিয়োগকারী। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরাও আসবেন। পাশাপাশি দেশেরও ২ হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নেবেন এই সম্মেলনে। বিডার আয়োজনে এই সম্মেলন আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের হয়ে বাংলাদেশে আসা রবিউল হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউছুপ চৌধুরী বাড়ির আমেরিকা প্রবাসী প্রবীণ সাংবাদিক আমিন উল্লাহ বাহার চৌধুরীর পুত্র। তিনি বর্তমানে আমেরিকায় নেপলেস প্রপার্টিজ এলএলসি এর ফাউন্ডার ও সিইও, ইউনাইটেড অব লাভ হোমস কেয়ার এলএলসি এর এর প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ বোর্ড এবং এশিয়ান আমেরিকান বিজনেস এলায়েন্সের দায়িত্ব পালন করছেন এবং যুক্তরাষ্ট্রে মুসলিম কমিউনিটির জন্য “মুসলিম ফর ট্রাম্প” সংগঠনের কো ফাউন্ডার হিসেবে কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পুকুরে ডুবে ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ছেলের কাঁচির আঘাতে প্রাণ গেল বাবার