লামায় আগুনে পুড়ে এই পরিবার এখন খোলা আকাশ নিচে

লামা প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ১০:০৫ অপরাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা ফাইতং ইউনিয়ন ০৪নং ওয়ার্ডে ধুইল্যাছড়ি পাড়া এলাকায় আগুন লেগে একটি বাড়ির সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবারটি খোলা আকাশ নিচে। ঘটনাটি ধুইল্যাছড়ি পাড়া গ্রামে আব্দুল হালিম ছেলে সাইফুল ইসলাম বসতঘর আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সময় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে স্থানীয়রা বলেন, সকাল ঐ বাড়ি থেকে হঠাৎ করে ধোয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে আগুন জ্বলতে থাকে এসময় আমরা প্রাথমিকভাবে যে যার মতো করে বালতি দিয়ে পানি নিভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণ নিয়ে আসি। তবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট বসতবাড়িতে আগুন লাগে। ঘরটি কাঠ ও টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যায় এবং যার ফলে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। কোন মানুষজনের ক্ষয় ক্ষতি হয় নাই।

বাড়ি মালিক সাইফুল ইসলাম কান্না জড়িত কন্ঠে জানান, তবে ঘরের ভেতর থাকা সব আসবাবপত্রসহ, চাল,ডাল,ঘরের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনা স্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কোনো ভাবে নিয়ন্ত্রণ করছে। আগুনে পুড়ে ক্ষয়-ক্ষতির হয় ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) আমার বসতবাড়ি বলতে একটি ঘরই ছিল এবং এক ছেলে, স্ত্রী নিয়ে রাজমিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ করি।

এদিকে খবর পেয়ে ফাইতং পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় এবং ফাঁড়ি ইনচার্জ জাবেদ মাহমুদ দৈনিক আজাদীকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় বসত বাড়ির ঐ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানতে পেরেছি। তবে বেশ ক্ষয়ক্ষতির হয়েছে এমন ঘটনা খুবই দুঃখজনক।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমায়ের হাতে দেওয়া হলো না ওষুধ, চট্টগ্রামের রাস্তায় বাসচাপায় রিয়ার মৃত্যু