পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও এস.এস.সি. পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উচ্চ বিদ্যালয় এডহক কমিটি সভাপতি মহিউদ্দিন মোহাম্মদ মোসাদ্দেক, বিশেষ অতিথি হিসেবে সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ খিজির, মো. মুজিবুর রহমান, জিয়াউর রহমান অভিভাবক সদস্য রোমানা ফেরদৌস, ফাইতং ইউনিয়ন বিএনপি আহবায়ক মিছবাহ উদ্দিন মিন্টু, প্রাক্তন ছাত্র ও দৈনিক আজাদী সাংবাদিক মো. ইসমাইলুল করিম, বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ কুতুবউদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী’সহ প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং বিদায় শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তাদের সফলতা কামনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করেন। প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের সুনামধন্য প্রয়াত অসংখ্য শিক্ষক, সাবেক ম্যানেজিং কমিটি সভাপতি, সদস্য, ছাত্র ও জ্ঞানীগুণির শিক্ষাগুরু নাম উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় সামনের পশ্চিম পাশের ছাত্রাবাস ভবনের কাজ পরিদর্শন করেন।