নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফরহাদুল ইসলাম রাব্বী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদুল ইসলাম রাব্বি (২৬) বহদ্দারহাট সংলগ্ন এক কিলোমিটার এলাকার ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার একটি ভবনে রঙের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রাব্বি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।