বান্দরবানের রোয়াংছড়িতে ৮ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে কাঞ্চন দাস (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে রোয়াংছড়ির বাঘমারা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বাঘমারা বাজারে দোকানদার কাঞ্চন দাসের দোকানে খাবার আনতে যায় ভিকটিম শিশুটি। এ সময় দোকানদার পণ্য দেবার নামে শিশুটিকে দোকানের ভেতর নিয়ে যৌন হয়রানি করে ও ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং দৌঁড়ে বাসায় চলে যায়। শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা নেয়।
বিষয়টি নিশ্চিত করে জামছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যশৈঅং বলেন, স্থানীয়দের কাছে বিষয়টি শুনেছি। ভিকটিমের পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ভিকটিমের বাবা অভিযোগ করে বলেন, সকাল ১১টার দিকে শিশুকে যৌন হয়রানির খবরটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করে। আমি দোষী ব্যক্তির শাস্তি চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবদুল করিম জানান, ভিকটিম শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি কাঞ্চন দাশকে গ্রেপ্তার করা হয়েছে।