ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনতে হবে : আখতার

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। গতকাল সোমবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে’ বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপির ঢাকা মহানগর ইউনিট আয়োজিত বিক্ষোভ মিছিলটি সমাবেশের পরে জাদুঘর থেকে শুরু হয়ে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। খবর বিডিনিউজের।

সমাবেশে আখতার বলেন, প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত, স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন স্বীকৃতি দেওয়া হয়, এই আহ্বান আমরা বিশ্বের সবকয়টি দেশ এবং সমপ্রদায়ের কাছে রাখতে চাই। আমরা বিশ্বাস করি, বিশ্বের প্রত্যেকটি মানবতাবাদী শক্তি প্যালেস্টাইনের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করবে।

এনসিপির সদস্য সচিবের অভিযোগ, বিশ্ববাসী আপনারা দেখুন, ভারতে যে সংখ্যালঘু মুসলমান আছে, তাদের উপর ভারতের সরকারি দলের যে নিপীড়ন চলছে, এই নিপীড়ন যদি চলতে থাকে, পৃথিবীর সংখ্যালঘু সমপ্রদায়ের মানুষেরা কোনোভাবেই শান্তি ফিরে পাবে না। বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাখাইনে মুসলমানদের উপর যে নির্যাতন চলেছে, ভারতে, ফিলিস্তিনে চলেছে, এই নির্যাতন সারা বিশ্বের মুসলিমদের এক হওয়ার বার্তা দেয়। আখতার হোসেন বলেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশে গোয়েন্দা তৎপরতার জন্য যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে, আমরা মনে করি, এসব যন্ত্রপাতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরুপ এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি চূড়ান্ত অসম্মান ব্যক্ত করে। গোপনে হোক বা প্রকাশ্যে হোক, পতিত শেখ হাসিনা সরকার ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে থাকুক না কেন, প্রত্যেকটি চুক্তিকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধনাগরিকদের মতামত নিতে জরিপ করবে ঐকমত্য কমিশন
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা