চট্টগ্রামে চোরাই প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

| সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড় থেকে চুরি হওয়া প্রাইভেটকার পতেঙ্গা সী-বীচ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়। পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় জড়িত মোঃ রাসেল (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত হতেই চোরাইকৃত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

এর আগে গত (৩০ মার্চ) পাঁচলাইশ মডেল থানাধীন প্রবর্তক মোড় আফমী প্লাজা মার্কেটের পার্কিং থেকে গাড়িটি চুরি হয়। এরপর গাড়ির মালিক সোহেল চৌধুরী একটি মামলা দায়ের করেন।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, চোরাই প্রাইভেটকারটি উদ্ধারসহ জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

পূর্ববর্তী নিবন্ধচুনতি জাঙ্গালিয়ায় নিহতের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ মিছিল