লোহাগাড়ায় ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ মো. জেয়াবুল হক (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরবেশহাট আকবর পাড়ায় নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জেয়াবুল হক একই এলাকার মৃত আবদুল হাকিমের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা জেয়াবুল হকের বসতঘরে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৯ হাজার ৮১৫ টাকা ও একটি ফয়েল পেপারের রোল উদ্ধার করা হয়। জেয়াবুল হক দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ এলাকায় খুচরা বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তার জেয়াবুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গতকাল যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন