চকরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে চট্টগ্রামকঙবাজার মহাসড়ক অবরোধ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে কলেজের শিক্ষককর্মচারী ও শিক্ষার্থীরা।

গতকাল রবিবার সকাল দশটার দিকে এই কর্মসূচি শুরু হয়। এতে দুই ঘণ্টা পর্যন্ত অবরোধ করে রাখা হয় মহাসড়কের চকরিয়া কলেজ পয়েন্ট। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে দূরপাল্লার পর্যটকবাহী বাস, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এক শিক্ষক বলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে। তাই তার পদত্যাগ দাবি করে এসব কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দেন। গতকাল সকালে সড়ক অবরোধের খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অবরোধকারীরা বিভিন্ন দাবি পুরনের আশ্বাসে অবরোধ তুলে নেন।

পূর্ববর্তী নিবন্ধকেজিতে এক পয়সা কমলেও এপ্রিলে এলপিজির দাম অপরিবর্তিত
পরবর্তী নিবন্ধপোস্তারপাড় এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন