হোয়াইট হাউজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর একটি ভিডিও পোস্ট হওয়ার পর স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। খবর বিডিনিউজের।
ভিডিওতে দেখা গেছে, আটক অভিবাসীদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আর নেপথ্যে বাজছে পপ গান না না না না, না না না না, হে হে (কিস হিম গুডবাই)। ১৯৮৩ সালে ব্রিটেনের বানানারামা পপ ব্যান্ডের জনপ্রিয় গান ছিল এটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভিডিওতে দেখা গেছে অবৈধ অভিবাসীদের সারি। তাদের হাত পিছমোড়া করে রাখা। তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা হেঁটে যাওয়ার সময় বাজছে না না না না, না না না না, হে হে, গুডবাই। সঙ্গে ক্যাপশনেও লেখা গানটির এই লাইন।
হোয়াইট হাউজের পোস্ট করা ভিডিওটি দেখে মনে হয় যেন উল্লাসের আমেজে অভিবাসীদের বিতাড়িত করা হচ্ছে। সে কারণেই ভিডিওটি নিয়ে অনলাইনে নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন বহু জন। তাদের অভিযোগ, অসহায় অবৈধ অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, এটি পৈশাচিক আচরণ। লজ্জা পাওয়া উচিত। আরেকজন লিখেছেন, এমন অমানবিক পোস্ট দেওয়া বন্ধ করলেই ভাল। এমন ভিডিও জঘন্য। অন্য আরেকজন লেখেন,এটি কোনও নীতি হতে পারে না। গান দিয়ে এটি রাষ্ট্রীয়ভাবে কৃত অমানবীয় আচরণ। একটা গেম শো এর মত করে নির্মমতার উদযাপন। ফ্যাসিবাদ এ ভাবেই আচরণ করে, সে ভাবে তাকে কেউ থামাতে পারে না। আমরা আপনাদের দেখে নেব। আপনাদেরকে থামাব। তবে পপ গান দিয়ে হোয়াই হাউজের অবৈধ অভিবাসী বিতাড়নের ভিডিও পোস্ট এটিই প্রথম নয়।