সিএসইতে লেনদেন ১০.৬২ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১০.৬২ কোটি টাকা। ১,৫৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯.৪১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৬০.৭৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.১৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৬.৬১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৪.৯১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৮০.০৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০২,৮০১.৪৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৬,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭০ টির, দাম কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের পাশে আছি, সংহতি আর শান্তির প্রত্যাশায় : শাকিব খান
পরবর্তী নিবন্ধমিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪৭১, নতুন চ্যালেঞ্জ বৃষ্টি