পটিয়া বেলখাইন অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

পটিয়ায় বেলখাইন সমাজ কল্যান সংস্থার উদ্যোগে চতুর্থ বারের মত আয়োজিত অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রহমানিয়া কম্পিউটার ফুটবল দল। ফাইনালে আনোয়ারা মহতর পাড়া ফুটবল টীমকে ১০ গোলের ব্যবধানে হারিয়ে রহমানিয়া কম্পিউটার ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে বিজয়ী দলের রিবু ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় একই দলের প্রিতম। গত শুক্রবার বিকেলে বড়লিয়া ইউনিয়নের বেলখাইন স্থানীয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্রীড়া সংগঠক মো. ইমরান খানের সভাপতিত্বে ও আলী হোসেন চৌধুরী, জুলহাস আবেদীন ও জয়নাল আবেদীন আশিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, সংবর্ধিত অতিথি ছিলেন ডা. জিয়া উদ্দিন আহমদ, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, বিএনপির যুগ্ম আহবায়ক হাজী কামাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পাল, মো. কায়েস, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, বিপ্লব চৌধুরী বিল্লু, মো. আরিফুল ইসলাম, ডা. গিয়াস উদ্দিন নয়ন, শাহেদুল ইসলাম রিম্পি, জিকে তাহের, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কামাল হোসেন, মে. সৈয়দ নুর চৌধুরী, মো ইসমাইল হোসেন, প্রকৌশলী চয়ন বডুয়া। উপস্থিত ছিলেন খলিল মীর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোশাররফ হোসেন রুবেল, সদস্য সচিব এমরান হোসেন জীবন, বেলখাইন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. ওয়াসিম, নুরুল রশিদ সুজন, সাদ্দাম হোসেন, জাফর ইকবাল, ইমরান (জুনিয়র), মো. মিজান চৌধুরী, ফারুক চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু, মো. হৃদয়, মো. তারেক, আবদুল্লাহ আরমান, মারুফ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চসিকের তত্বাবধানে কাজ চলছে। চট্টগ্রামে ৪১টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যেই ৬টি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এভাবে সারাদেশে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে।

পূর্ববর্তী নিবন্ধতামিম-মুশফিকদের রোল মডেল বললেন বিসিবি সভাপতি ফারুক
পরবর্তী নিবন্ধ১৫ বলে হাফ সেঞ্চুরি করে ইমনের রেকর্ড