যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদসহ আরও অনেকে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের বিসিবি সভাপতি ফারুক বলেন, যখন কোন খেলোয়াড় তৈরি হয়, তখন আইডল তৈরি হয়। যাকে আদর্শ মনে করে অন্যরাও এগিয়ে যায়। একসময় আমাদের ফুটবলে এমন হয়েছে। এখন আমরা ক্রিকেটকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছি। আমাদের বেশ কিছু খেলোয়াড় এসেছে যাদের দেখে সব জায়গায় সবাই চিন্তা করে তামিম–মুশফিক–মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড় হতে পারতাম। তারা এখন রোল মডেল। সবার কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যেসব প্রতিবন্ধকতা আছে এগুলোতে যেন সবাই নজর দেয়। নিজের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়ে ফারুক আহমেদ আরও বলেন আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন চিন্তা করতাম বিকেল ৪–৬টা কখন বাজবে। পড়াশুনা থাকবে। কিন্তু সবার জন্য এটাও গুরুত্বপূর্ণ যে খেলাধুলার জন্য সময় বের করা। সারা বছরই যেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের উন্মাদনা থাকে এমনই প্রত্যাশা ফারুকের। তিনি বলেন আমি আশা করব এই দিবসকে যত উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আমরা পালন করছি, এটার প্রতিফলন যেন সারা বছর আমরা দেখতে পাই।