ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়াশি অভিযান পরিচালনা করেছে মীরসরাই উপজেলা প্রশাসন। করেরহাট বিজিবি ক্যাম্প ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানে ফেনী নদীর লিচুতলা ও মোল্লাপাড়া পয়েন্টে নদীতীর ঘেষে স্থাপিত ১৫টি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়ার পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় দেড় কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, এ সময় বালু উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।