নিখোঁজের ১৩ ঘণ্টা পর শঙ্খ নদীর দোহাজারী ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মো. রোমান (২৩) নামে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা লাশটি নদীর তীরে নিয়ে আসেন। রোমান কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আবু ছৈয়দের ছেলে। তিনি কাজের সন্ধানে ৮/৯ মাস আগে দোহাজারী এসে বার্মা কলোনিতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। বর্তমানে তৌহিদ নামে এক মাঝির সাথে মেশিনে ইট ভাঙার কাজ করছিলেন। জানা যায়, ব্রিজের দক্ষিণ পাশে পশ্চিম কাটগড় গ্রামে গড়ে উঠা বার্মা কলোনিতে গত শনিবার রাতে জুয়া খেলা ও ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারি হয়। রাত ১১টা থেকে মারামারি শুরু হয়ে চলে রাত ২টা পর্যন্ত। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মারামারির ঘটনা দেখতে যায় মো. রোমান। স্থানীয়দের ধারণা–রাত ১টার সময় ঘটনাস্থল থেকে পালিয়ে আসার সময় শঙ্খ ব্রিজের উপর থেকে হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হয় রোমান। এরপর থেকে তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিল না। সকালে তার মাঝি তৌহিদ কাজে যাওয়ার জন্য ডাকতে আসলে তাকে না পেয়ে চন্দনাইশ থানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। অবশেষে গতকাল দুপুর আড়াইটার সময় তার লাশ দোহাজারী শঙ্খ ব্রিজের নিচে ভেসে উঠে।