রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

অকারণে

যখনই তুমি সফলতা পাবে

ধীরে ধীরে নাম বাড়বে

দেখবে তোমার ওঠার সিঁড়িটা

খুঁজে খুঁজে কেউ নাড়বে।

 

সুনামের সাথে কারো ইন্ধনে

দুর্নামও এসে জুটবে

ভেতরে ভেতরে সুবিধাবাদীরা

ধনসম্পদ লুটবে।

 

কারো ক্ষতি তুমি করোনি তবুও

এসে যায় প্রতিপক্ষ

হিংসাদ্বেষের তীরের ফলায়

ক্ষতবিক্ষত বক্ষ।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধসামাজিক সচেতনতায় একটি বক্তব্যধর্মী গান