ছোট সাজ্জাদের ফের ৫ দিনের রিমান্ড

তাহসিন হত্যা মামলা রাউজানে তাকে নিয়ে অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে সাজ্জাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, এর আগে গত ১৬ মার্চও একই মামলায় সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এরই ধারাবাহিকতায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কর্মকর্তা। এতে বেশ কিছু তথ্যউপাত্ত পাওয়া গেছে। কিন্তু আরো বিশদ তথ্য বের করার জন্য সাজ্জাদের ফের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

আদালত সূত্র জানায়, গত ১৬ মার্চ বায়েজিদের মোহাম্মদ আনিছ হত্যা মামলায় সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। গত বছরের ২৯ আগস্ট বায়েজিদ বোস্তামী থানার অঙিজেন কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিছ নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড বলে তথ্য পেয়েছে পুলিশ। এরপর ২১ সেপ্টেম্বর বিকালে চান্দগাঁও থানার অদুরপাড়া জাগরণী সংঘ সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমে স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। চান্দগাঁওয়ের অদুরপাড়া জাগরণী সংঘ সংলগ্ন চায়ের দোকানে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে হত্যার ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় প্রধান আসামি করা হয়েছে সাজ্জাদকে। গত বছরের ৪ ডিসেম্বর অঙিজেন এলাকায় সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়ে যান তিনি। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ নগরীর বায়েজিদ, অঙিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ছোট সাজ্জাদ বা বুড়ির নাতি হিসেবে। হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অনুসারী তিনি। ১৫ মার্চ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সাজ্জাদকে নিয়ে রাউজানে অভিযান : রাউজান প্রতিনিধি জানান, তাহসিন হত্যা মামলার আসামি ছোট সাজ্জাদকে নিয়ে গতকাল রাতে র‌্যাব ও পুলিশের একটি দল রাউজানে অভিযান পরিচালনা করেছে। রাউজান থানা পুলিশ অভিযানের কথা স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধদুই আসামির রিমান্ড
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা