চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শিশু তাহসিন হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে নিয়ে আজ রোববার রাতে র্যাব পুলিশের একটি দল রাউজানে অভিযান পরিচালনা করেছে।
এর আগে রোববার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের আদালত এই সন্ত্রাসীর ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। তারও আগে একই মামলায় গত ১৬ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও রাউজান থানা পুলিশ মনিরুল ইসলাম অভিযানের কথা স্বীকার করেন।