লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে এবং তাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পরিদর্শনে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১টার দিকে তারা চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। প্রেস বিজ্ঞপ্তি।