৭২ ঘণ্টার মধ্যে শহীদ জিয়াউর রহমানের শ্রদ্ধা স্মারক প্রতিস্থাপন করুন। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণ হতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রদ্ধা স্মারক সম্বলিত ছবি সরিয়ে ফেলার প্রতিবাদে ৩ মার্চ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ শাখা। বিক্ষোভ সমাবেশে বক্তারা চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণ হতে রাতের আঁধারে শহীদ জিয়ার ছবি সম্বলিত শ্রদ্ধা স্বারক সরিয়ে ফেলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই ঘৃন্যকাজে জড়িতদের খুঁজে বের করে, দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সাথে আগামী ৭২ ঘন্টার মধ্যে শ্রদ্ধা স্মারক চট্টগ্রাম প্রেস ক্লাবের যথাস্থানে পুনঃস্থাপনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় চট্টগ্রামের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আমিনুল ইসলাম। বিক্ষোভে সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাসস চট্টগ্রাম বুরো প্রধান সাংবাদিক মোঃ শাহ নেওয়াজ, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা আক্তার খান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–গবেষণা বিষয়ক সহ–সম্পাদক নাজমা সাঈদ, দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক জসীম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ, খন্দকার সাইফুল ইসলাম, ফজলুল হক মাসুদ, মহিউদ্দিন মহিন, আবুল কালাম, এস এম তারেক, শরীফ মুহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ সালাউদ্দিন, কণ্ঠশিল্পী রিপন ভান্ডারী, নাহিদা আক্তার নাজু, কণ্ঠশিল্পী এস বি সুমি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












