পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী (পিএবি) সড়কে বাঁশখালীর এসআর পরিবহন, এস আলম পরিবহনসহ বিভিন্ন পরিবহনের বেপরোয়া গতির গাড়ি চালানোর কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে। আনোারায়াসহ এ সড়কে গত ৩০ মার্চ দুপুরে পিএবি সড়কের দমদমার দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় রুজিনা আক্তার (২৮) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী আলী আকবর সুমন, পুত্র সানাম (১০) ও আট মাসের শিশু আরিয়ান আহত হয়। তারই প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ পূর্ব ঝিউরি শাখার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলোচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি, শায়ের মাওলানা এনামুল হক এনাম, রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ পূর্ব ঝিউরি শাখার অর্থ সম্পাদক মো. আবদুর রহিমসহ নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা, পিএবি সড়কে দুর্ঘটনা রোধে বেপরোয়া গতির গাড়ি চালানো বন্ধ করাসহ গাড়ির ফিটনেস ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করে গাড়ি চালানোর দাবি জানানো হয়।











