দোহাজারীতে আবারও ব্যাটারি রিক্সাকে পূরবী বাসের ধাক্কা

আহত ৩

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী দেওয়ানহাট এলাকায় আবারও পূরবী বাসের ধাক্কায় ব্যাটারি রিক্সার চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে দেওয়ানহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রিক্সা চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ১১টার দিকে দোহাজারী দেওয়ানহাট মোড়ে পৌঁছালে সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সাটি সড়কের মধ্যেই ধুমড়ে মুচড়ে যায়। এসময় রিক্সা চালক সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২২), রিকসা যাত্রী খাগরিয়া ৩নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে মো. ইমরান (২০), খাগরিয়া ১নং ওয়ার্ডের সুজা মিয়ার ছেলে মো. মোরশেদ (৩৫) গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রিকসা চালক জাহাঙ্গীর আলম ও রিক্সা যাত্রী মো. ইমরানকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। রিকসা চালক জাহাঙ্গীর আলমের অবস্থা আশংকাজনক বলে জানান দোহাজারী হাসপাতালে কর্মরত চিকিৎসক। এর আগে গত ১৩ মার্চ দোহাজারী সদরে পূরবী বাসের চাপায় একইসাথে দুই ভাইবোন ও রিকশা চালকসহ ৩ জন নিহত হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুপেয় পানি সংকটে বিপর্যস্ত পুরো বিশ্ব
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বাসন্তী পূজা উৎসব