নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস পুলিশ ফাঁড়ির সামনে পোস্টার লাগানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো–কোতোয়ালী থানার টাইগারপাস এলাকার পলোগ্রাউন্ড এলাকার মো. হোসেনের ছেলে মো. বিপ্লব (৩১) ও নূর নবী (২৬), টাইগার পাস রেলওয়ে রেলওয়ে কলোনির জয়নাল আবেদীনের ছেলে খায়বার আলী (২৮), পলোগ্রাউন্ড মেস কোয়ার্টারের আবদুস সোবহানের ছেলে মো. সাইফুল (৩০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে টাইগার পাস পুলিশ ফাঁড়ির সামনে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে শুনেছি।