উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ সারা দেশে গত সোমবার মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এদিন আনন্দে শামিল হন সবাই। ধনীগরিব, ছোটবড় সকলে ভেদাভেদ ভুলে পরস্পরের সঙ্গে ভাগাভাগি করেন আনন্দ। ঘরে ঘরে ছিল মেহমানদারিআপ্যায়নসহ ঈদ ঐতিহ্যের নানা আয়োজন। এর আগে সকালে ধনীগরিব, দলমত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁিড়য়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় ঈদের নামাজ আদায় করেন সবাই। ঈদ জামায়াত শেষে কোলাকুলি করার মধ্য দিয়ে ধরে রাখেন ঈদের হাজার বছরের ঐতিহ্য। এসময় শুভেচ্ছা বিনিময় করেন পরস্পরের সঙ্গে।

চসিকের তত্ত্বাবধানে নগরে ঈদের প্রধান জামাত সকাল আটটায় জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সিটি মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, নানা শ্রেণি ও পেশার বিশিষ্টজন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠের প্রথম ও প্রধান জামাতে শরীক হন। দলীয় ভেদাভেদ ভুলে পরষ্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। জমিয়তুল ফালাহ মসজিদে সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় চসিকের তত্ত্বাবধানের পাশাপাশি স্থানীয় উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জমিয়তুল ফালাহ মসজিদের ময়দানে প্রথম ঈদ জামাতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকআজম বীরপ্রতীক, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী।

নামাজ শেষে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুকআজম দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মানুষ এবার সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করছে। এবার মানুষ শান্তিতে রোজা পালন করেছেন। ঈদও নির্বিঘ্নে উদযাপন করতে পারছেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ঈদের আনন্দ সবখানে ছড়িয়ে পড়ুক। ধনীগরিবের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে।

এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম ময়দান : জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও এম এ স্টেডিয়াম সম্মুখস্থ ময়দানে ৩১ মার্চ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। অসংখ্যক মুসল্লীদের অংশগ্রহণসহ এতে ইমামতি করেন বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। নামাজ শুরুর প্রাক্কালে মুসল্লীদের উদ্দেশে স্বাগত বক্তব্যে কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নগরীর প্রধান জামাতে ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের ঈদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফরিদা খানমের পক্ষে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। ঈদ জামাত কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। ট্রেজারার সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে জামাতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) কে এম গোলাম মোরশেদ, বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল আমিন, স্থানীয় সরকার পরিচালক মো. নোমান হোসেন, সহকারী কমিশনার সুমন ইউসুফ হাসান, বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসন কর্মকর্তা ও কমিশনার জেলা নাযির মো. জামালউদ্দিন, অ্যাডভোকেট আকতারুল ইসলাম, সদস্য আক্তার হোসেন, দ্বিতীয় ইমাম মাওলানা নুরুন্নবী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএকই স্থানে দুদিনে তিন দুর্ঘটনা, নারী-শিশুসহ ১৬ মৃত্যু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান