সড়কে সাত দুর্ঘটনায় প্রাণ গেল আরও ৬ জনের

আজাদী ডেস্ক | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মীরসরাই, রাঙ্গুনিয়া ও লোহাগাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছরা, বড়তাকিয়া ও ঘরতাকিয়া এলাকায় পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলার মিঠাছরা মুচিপুল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুকান্ত নাথের (২৬) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় মীরসরাই থেকে আবুরহাটে যাচ্ছিলেন ফ্রিজ মেকানিক সুকান্ত নাথ। মুচিপুল এলাকায় একটি অজ্ঞাত বাসের ধাক্কায় গুরুতর আহত হলে চমেক হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুকান্ত কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের শিবু নাথের পুত্র।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিজামপুর এলাকায় খালার বাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় বড়তাকিয়া এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় সাদিয়া আফরিন যুথী (১৮) নামে একজনের মৃত্যু হয়। নিহত যুথী খৈয়াছরা ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের বাসিন্দা। আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। এছাড়া জোরারগঞ্জ থানাধীন ঘরতাকিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল বৈদ্য রাজিব (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল বৈদ্য পাশ্ববর্তি ঘরতাকিয়া গ্রামের বিমল বৈদ্যর সন্তান। রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন পৃথক দুর্ঘটনা তিনটির সত্যতা নিশ্চিত করেন।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং আহত হয়েছেন ৮ জন। সর্বশেষ গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় মোটরসাইকেল ও টেঙির মুখোমুখি সংঘর্ষে দিলীপ বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় নিলুফা বেগম (৫০) ও মোহাম্মদ নয়ন (২০) নামে আরও দুজন আহত হয়। নিহত দিলীপ বড়ুয়া রাঙামাটির গর্জনতলী এলাকার সুবল চন্দ্র বড়ুয়ার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়াহরিহর সড়কে টেঙিবাইক মুখোমুখি সংঘর্ষে সাধন বড়ুয়া (৬৫) নামে একজন নিহত হয়। এ ঘটনায় টেঙির যাত্রী চুনচুনি বড়ুয়া (৬৫), বিদু বড়ুয়া (৬৪), পারভীন আক্তার (৫৫) ও বাইকচালক বখতেয়ার হোসেন (২১) আহত হন। এছাড়া একইদিন উপজেলার মরিয়মনগররাণীরহাট ডিসি সড়কের ইসলামপুর নেজামশাহ পাড়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয় ২ ব্যক্তি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সুজন হালদার জানান, মঘাইছড়ি এলাকায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, সারাশিয়া এলাকায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে পিলারে বাইকের ধাক্কায় ইমন খান অনিক (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের শাহ জব্বারিয়া সড়কের হাজি রাস্তার মুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনিক একই ইউনিয়নের খন্দকার পাড়ার নুরুল কবিরের পুত্র।

ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি